Ami Tor Chokher Dike Takiye Lyrics by Minar Rahman.আমি তোর চোখের দিকে তাকিয়ে.কিছু বলতে চাই তোকে.আমি তোর মনটা ছুয়ে

Ami Tor Chokher Dike Takiye Lyrics

আমি তোর চোখের দিকে তাকিয়ে
কিছু বলতে চাই তোকে
আমি তোর মনটা ছুয়ে
স্বপ্ন দিয়ে আঁকব যে তোকে
আমি তোর চোখের দিকে তাকিয়ে
কিছু বলতে চাই তোকে
আমি তোর মনটা ছুয়ে
স্বপ্ন দিয়ে আঁকব যে তোকে
তুই থাকলে রাজি ধরবো বাজি
কোন কিছু না ভেবে
তুই থাকলে রাজি ধরবো বাজি
কোন কিছু না ভেবে
ও একটু নয় অনেক বেশি ভালোবাসি তোকে
ও একটু নয় অনেক বেশি ভালোবাসি তোকে

তুই তাকালে মেঘের পালে
ডানা মেলে উড়ে গাংচিল
তোর ইশারা দিচ্ছে
সাড়া,হৃদয় সুখের অন্তমিল
ও তুই তাকালে মেঘের পালে
ডানা মেলে উড়ে গাংচিল
তোর ইশারা দিচ্ছে
সাড়া,হৃদয় সুখের অন্তমিল
তুই থাকলে রাজি ধরবো বাজি
কোন কিছু না ভেবে
তুই থাকলে রাজি ধরবো বাজি
কোন কিছু না ভেবে
ও একটু নয় অনেক বেশি ভালোবাসি তোকে
ও একটু নয় অনেক বেশি ভালোবাসি তোকে

খুব অদূরে রাত্রি ভোরে
ইচ্ছে গুলো হচ্ছে নিখুঁজ
জানা শোনা তোর বায়না আনমুনা হয়ই আমি অবুঝ
খুব অদূরে রাত্রি ভোরে
ইচ্ছে গুলো হচ্ছে নিখুঁজ
জানা শোনা তোর বায়না আনমুনা হয়ই আমি অবুঝ

তুই থাকলে রাজি ধরবো বাজি
কোন কিছু না ভেবে
তুই থাকলে রাজি ধরবো বাজি
কোন কিছু না ভেবে

ও একটু নয় অনেক বেশি ভালোবাসি তোকে
ও একটু নয় অনেক বেশি ভালোবাসি তোকে

video

Follow me on Blogarama

By Admin